রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট ডাচ বাংলা এর মোবাইল ব্যাংকিং সার্ভিস। তাদের এই সার্ভিস টি বর্তমানে খুবই জনপ্রিয়। তাদের মূল মটো হলো পকেটে পকেটে রকেট। বর্তমানের ক্যাশ ল্যাস পৃথিবীতে সহজ করতেই এই মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট। বর্তমানে যে কেউ রকেট একাউন্ট খুলতে পারে। নিচে রকেট একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
অনলাইনে রকেট একাউন্ট খোলার পদ্ধতি
দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং মাধ্যম ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট একাউন্ট অনলাইনে খোলার নিয়ম বেশ সহজ। এটাই সবচেয়ে সহজে ঘরে বসে রকেট একাউন্ট খোলার নিয়ম। অনলাইনে রকেট একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের মধ্যে রকেটের অফিশিয়াল অ্যাপস টি ডাউনলোড করে নিন। রকেট এর অফিশিয়াল অ্যাপসটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এর মধ্যে পাওয়া যাবে। রকেটের অ্যাপসটি ইন্সটল করার পরে এর মধ্যে আপনার মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন করার সময় DBBL এর সিস্টেম থেকে IVR কল দেওয়া হবে আপনাকে কলটি রিসিভ করুন এবং নির্দেশনা অনুযায়ী চার ডিজিটের পিন নাম্বার দিন তারপর এসএমএস এর মাধ্যমে ৬ ডিজিটের নিরাপত্তা কোড দেয়া হবে নিরাপত্তা কোডটি টাইপ করুন এবং সাথে নিরাপত্তা পিন টাইপ করুন তারপর যাচাই করুন বাটনে ক্লিক করুন। এবার আপনার একাউন্টে লগইন করা হয়ে গেলে নিবন্ধন সম্পূর্ণ করতে “নিবন্ধন সম্পন্ন করুন”
রকেট একাউন্ট খোলার নিয়ম
বাটন ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। এবার তিনটি ধাপে নিবন্ধন সম্পূর্ণ করার জন্য পরবর্তী বাটনে ট্যাপ করুন।
ধাপ ১. এনআইডি কার্ডের ছবি তুলুন উভয় পাশের। ছবি তুলার সময় এনআইডি কার্ডের নাম এবং নম্বর যেন ক্লিয়ার দেখা যায় এই দিকে খেয়াল রাখবেন। ন্যাশনাল আইডি কার্ড কোন টেবিল
অথবা সাদা খাতার মধ্যে রেখে ছবি তুলবেন। আপনার ছবি নিশ্চিত করুন তারপর নেক্সট বাটনে ট্যাপ করুন।
ধাপ ২. আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করুন। আপনার নাম, নেশনাল আইডি নাম্বার, জন্মতারিখ সঠিক আছে কিনা যাচাই করুন। যাচাই করার পর নিশ্চিত করুন।
ধাপ ৩. সর্বশেষ ধাপ নিরাপত্তা হুঁশিয়ারিটি মনোযোগ সহকারে পড়ুন এবং মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ থাকুন। হুঁশিয়ারি টি পড়ার পরে ঠিক আছে বাটনে টেপ করুন।
সবকিছু ঠিকঠাক ভাবে করা হলে আপনার রেজিস্ট্রেশন কি কনফার্ম করার জন্য রকেট আপনাকে একটি কনফার্মেশন মেসেজ পাঠাবে এবং তারপর নিশ্চিত হবে আপনার একাউন্ট খোলা হয়েছে। এর পর থেকেই আপনি আপনার একাউন্ট থেকে সকল সুবিধা ব্যবহার করতে পারবেন।
রকেট একাউন্ট খোলার নিয়ম
এজেন্টের মাধ্যমে কিভাবে রকেট একাউন্ট খুলবেন?
আপনি নিজেই আপনার রকেট একাউন্ট খুলতে প্রি রেজিস্টেশন করে ফেলতে পারেন।
ক) প্রথমে আপনার মোবাইল থেকে *৩২২# ডায়াল করুন,
খ) তারপর রিপ্লাই চেপে ১ লিখে OK করুন,
গ) তারপর রিপ্লাই চেপে আপনার পছন্দমত ৪ (চার) সংখ্যার গোপন পিন লিখে OK করুন।
ঘ) এরপর প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি একাউন্ট নাম্বারটি (চেক ডিজিটসহ) SMS এর মাধ্যমে আপনাকে জাননো হবে।
এই ভাবেই আপনার রকেট প্রাথমিক একাউন্ট খোলার পর্ব শেষ। এখন আপনাকে এজেন্ট এর কাছে গিয়ে সম্পূর্ণ রেজিস্টেশন করতে হবে।
রকেট একাউন্ট খোলার নিয়ম
ক) আপনার ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও ছবিযুক্ত বৈধ যেকোন পরিচয়পত্রের ফটোকপি সহ আপনার নিকটবর্তী রকেট এজেন্ট পয়েন্ট, ডিবিবিএল ফাস্ট ট্রাক, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট
অফিস অথবা ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যান।
খ) ওখানে গিয়ে একটি একাউন্ট ওপেনিং ফরম (KYC) পুরন করুন।
গ) আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিয়ে জমা দিন।
অনধিক ৩-৫ কার্য দিবসের মধ্যে আপনার একাউন্টটি অনুমোদনের SMS পাবেন।মনে রাখবেন ১টি পরিচয়পত্রের বিপরীতে শুধুমাত্র ১টি রকেট একাউন্ট করা যায়। এছাড়াও আপনার নিকটবর্তী রকেট এজেন্ট পয়েন্ট, ডিবিবিএল ফাস্ট ট্রাক, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট অফিস অথবা ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং পয়েন্টেও রকেট একাউন্ট খুলতে পারবেন সহজেই।
রকেট একাউন্ট খোলার নিয়ম
এজেন্ট এর কাছ থেকে রকেট একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?
ক) রকেট একাউন্ট খুলতে আপনার গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক সংযোগসহ মোবাইল ফোনটি সাথে রাখুন।
খ) ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
গ) আপনার ছবিযুক্ত বৈধ যেকোন পরিচয়পত্রের ফটোকপি (জাতীয় পরিচয়পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট/ ছবিযুক্ত জন্ম নিবন্ধন)
প্রাথমিক রেজিস্টেশন সম্পর্ণ করে প্রাথমিক ভাবে ভাবে আপনার রকেট একাউন্টের মাধ্যমে “ক্যাশ ইন” সেবাটি ব্যবহার করতে পারবেন। তবে, একাউন্টটি অনুমোদিত হওয়ার SMS পাওয়ার পর আপনি “ক্যাশ আউট”, “টপ-আপ”, “সেন্ডমানি”, “পেমেন্ট” সহ রকেট-এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন।
রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট একাউন্ট এর সুবিধা
রকেট একাউন্ট এর অনেকগুলো সুবিধা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে রকেট এর সাহায্যে অনেক সহজে টাকা ট্রান্সফার করা যায় কোন ব্যাংকিং ঝামেলা ছাড়াই। রকেট একাউন্ট ব্যবহার করে যেকোনো সময় টাকা তোলা এবং জমা দেওয়া যায় যার ফলে মোবাইল ব্যাংকিং মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। রকেট এর মধ্যে সকল প্রকার বিল পে করার সুবিধা রয়েছে। রকেটের সাহায্যে বিদ্যুৎ বিল থেকে শুরু করে ভার্সিটি এডমিশন ফি পর্যন্ত দেওয়া যায়৷ রকেট ব্যবহার করে যেকোনো সময় মোবাইলের মধ্যে রিচার্জ করা যায়। তাছাড়া অনলাইনে কোন কিছু কিনলে রকেটের মাধ্যমে পেমেন্ট করা যায়। রকেট এর নিজস্ব অ্যাপস রয়েছে যার সাহায্যে সব কাজ অনেক সহজে করা যায়। এই সকল সুবিধা ছাড়াও রকেটের মধ্যে আরও অনেক সুবিধা রয়েছে।
রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট এর একাউন্ট দেখার নিয়ম
রকেট এর মধ্যে একাউন্ট দেখার জন্য রকেট অ্যাপ সবচেয়ে ভালো উপায়। তাছাড়া *322# ডায়াল করে রকেটের ব্যালেন্স চেক করা যায়। রকেট এর একাউন্ট ব্যালেন্স দেখার জন্য রকেটের অ্যাপস সবচেয়ে ভালো উপায় কারন এর মধ্যে শুধু ট্যাপ করলেই ব্যালেন্স কত রয়েছে তা দেখিয়ে দেয়। তবে যারা নরমাল মোবাইল চালান তারা *322# ডায়াল করে আপনার একাউন্ট এর সকল ইনফরমেশন দেখতে পারবেন। তাছাড়া রকেট এর যেকোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে কল দিন। রকেট এর কাস্টমার কেয়ার নাম্বার ১৬২১৬ ।
2 thoughts on “রকেট একাউন্ট খোলার নিয়ম”-
Pingback: রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২০
-
Pingback: রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২০