রবি নতুন সিমের অফার : রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশের শীর্ষ স্থানীয় এক মোবাইল নেটওয়ার্ক অপারেটর। যারা দিনের দিনের পর দিন গ্রাহকের সংখ্যা বিশাল করে তুলছে। তার কারন হল তাদের নিত্য নতুন আকর্ষণীয় অফার যার বেশিরভাগ পেয়ে থাকে রবির নতুন সিমের ক্রয় করার মাধ্যমে। আজকে আমরা রবি নতুন সিমের অফার সমুহে বিস্তারিত আলোচনা করবো।
রবির নতুন সংযোগ ক্রয় করতে পারবেন বিভিন্ন উপায়ে। তবে সব থেকে বেশি নির্ভরযোগ্য ভাবে ক্রয় করতে পারেন রবি অনুমোদিত সেন্টার গুলো থেকে।
রবির নতুন সিম পাচ্ছেন মুলত ২ প্রকারের।
১.রবি নতুন প্রি পেইড সংযোগ
২.রবি নতুন পোস্টপেইড সংযোগ
আজকে আমরা এই দুই নতুন সংযোগের নতুন সব অফার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি সাথে থাকবেন।
রবি নতুন প্রি পেইড সংযোগ
বাংলাদেশ সরকারের নতুন নীতিমালা অনুসারে নতুন সিম ক্রয় করতে যা প্রয়োজন সেই সব উপাত্ত ছাড়া রবি আপনাকে নতুন সিম ক্রয় করতে দিবে না।তাই রবির নতুন সংযোগ পেতে হলে আপনাকে অবশ্যই সব নিয়ম মেনে সব ধরনের উপাত্ত নিয়ে কিনতে হবে আর পেয়ে যাচ্ছেন আপনার রবির নতুন প্রি পেইড সংযোগ। আর আমরা এখন দেখবো রবি নতুন প্রি পেইড সংযোগে কি কি অফার রয়েছে
নতুন রবি সিমে প্রথমবার ৪২ ও ৯৬ টাকা ইজিলোড রিচার্জের পর ৯ টাকা ইজিলোড রিচার্জ করে আপনি ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন।
৪২ টাকা রবি রিচার্জ অফার
৪২ টাকা প্রথমবার রিচার্জ করলে গ্রাহক নিচের সুবিধাদি উপভোগ করবেন:
- মেইন একাউন্ট -এ ৩৪ টাকা
- ২ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন
- যেকোনো নম্বরে ৮ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন
- যেকোনো নম্বরে ৪৮ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন
অন্যান্য আকর্ষণীয় ইন্টারনেট এবং বান্ডিল সুবিধা
অফার |
|
ইন্টারনেট অফার |
১২ মাসে ১২ জিবি ( প্রতি মাসে সর্বোচ্চ একবার মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন) |
বেশি বেশি ইন্টারনেট |
৪১ টাকায় ১ জিবি রেগুলার + ১ জিবি 4G, মেয়াদ ৫ দিন। ৩ মাস যতবার খুশি অফার উপভোগ করা যাবে। |
বিশেষ কলরেট অফার |
প্রথমবার ৪২ টাকা রিচার্জে পাবেন যেকোনো নম্বরে ৪৮ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন |
বিশেষ কলরেট |
নিয়মিত ট্যারিফ রেট: ২৪ পয়সা/ ১০ সেকেন্ড ফ্ল্যাট রেট মাত্র ২৯ টাকায় ৫০পয়সা/মিনিট রেট কাটার অফার, মেয়াদ ৩ মাস (যতবার খুশি) |
বিশেষ বান্ডেল |
মাত্র ৫৯-৯০ টাকায় যেকোনো নম্বরে টকটাইম উপভোগ করুন, মেয়াদ ১০ দিন |
প্রথমবার ৪২ টাকা ইজিলোড রিচার্জের পর আপনি ১২ বার মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট এবং ৩০ দিনের বিশেষ কলরেট অফারের উপযুক্ত হবেন।
- রিচার্জ মিডিয়াম: ইজি লোড রিচার্জ
- মেয়াদ: ৭ দিন
- ইন্টারনেট ব্যবহারের সময়সীমা: ২৪ ঘণ্টা
- জিজ্ঞাসা কোড: *১২৩*৩*৫#
- লিমিট: প্রতি মাসে ১ বার করে মোট ১২ মাস
- পুনরাবৃত্তি:
– প্যাক কেনা থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট কেনা সীমাবদ্ধ।
– ৩০ দিনের সীমাবদ্ধ সময়ে যেকোনো ৯ টাকা রিচার্জ করলে সেটি স্বভাবিক অ্যাকাউন্ট ব্যালান্স রিচার্জ হিসেবে গণ্য হবে। - বিশেষ কল রেট:
– প্রথমবার ৪২ টাকা রিচার্জ করলে গ্রাহকেরা পরবর্তী ৩০ দিনের জন্য ৪৮ পয়সা/মিনিট কলরেট উপভোগ করতে পারবেন।
অ্যাক্টিভেশন বোনাস:
- মূল অ্যাকাউন্টে ৫ টাকা ব্যালান্স
– মেয়াদ: ১৫ দিন - ২০০০ টি ফ্রি এসএমএস (যেকোনো নম্বরে)
– বোনাস এসএমএস পাঠানোর সময়সীমা: ২৪ ঘণ্টা
– মেয়াদ: ৩০ দিন
– ৩০ দিনের মেয়াদ শেষে ৫০ পয়সা/এসএমএস
সাধারণ শর্তসমূহ:
- নতুন করে এই প্যাকেজে মাইগ্রেশন করলে অফার প্রযোজ্য নয়
- এই প্যাকেজ থেকে মাইগ্রেশন করা যাবে। মাইগ্রেশনের পরে নতুন প্যাকেজেও বিদ্যমান ডাটা প্যাক ( যদি থাকে) প্রযোজ্য।
- ব্যালান্স চেক করার কোডসমূহ
পার্টিকুলার |
কোড |
মূল অ্যাকাউন্ট ব্যালান্স |
*২২২# |
বোনাস এসএমএস |
*২২২*১২# |
ইন্টারনেট/ইন্টারনেট বোনাস |
*১২৩*৩*৫# |
- মেয়াদ চলাকালীন একাধিক রিচার্জের ক্ষেত্রে দীর্ঘতম মেয়াদ সক্রিয় থাকবে
- একটি হ্যান্ডসেট রিচার্জ-ভিত্তিক (৯ টাকায় ১ জিবি) ইন্টারনেট অফার মাত্র একবার পাওয়ার যোগ্য, একই হ্যান্ডসেটে একাধিক সিম সক্রিয় প্রাসঙ্গিক নয়।
- ইন্টারনেট বোনাস পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
- রিচার্জের দিনসহ মেয়াদ হিসাব করা হবে।
- ১৫% সম্পূরক শুল্ক (SD চার্জ), সম্পূরক শুল্ক সহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট ও মূল শুল্কের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
রবি নতুন সিমের অফার
রবি ৯৬ টাকা প্রথম রিচার্জ অফার
৯৬ টাকা প্রথমবার রিচার্জ করলে গ্রাহক নিচের সুবিধাদি উপভোগ করবেন
গ্রাহক মূল অ্যাকাউন্ট ব্যালেন্স পাবেন |
৩৪ টাকা |
সাথে 2 জিবি ইন্টারনেট |
মেয়াদ ৭ দিন |
১০৫ মিনিট যে কোন নেটওয়ার্ক |
মেয়াদ ১০ দিন |
৪৮ পয়সা মিনিট যে কোন নাম্বার |
মেয়াদ ৩০ দিন |
রবি নতুন সিমের অফারে রয়েছে আকর্ষণীয় ইন্টারনেট এবং বান্ডিল সুবিধা সমূহ
অফারের বিস্তারিতঃ
- নতুন রবি সিম ইন্টারনেট অফার –
- ১২ মাসে আরও ১২ জিবি পাচ্ছেন
- ৭ দিনের জন্য বৈধ ১ জিবি
- প্রতি ১ মাসে সর্বোচ্চ ১ বার ব্যাবহার করা যাবে।
নতুন সিমের Extra ইন্টারনেট অফার
- ২ জিবি ইন্টারনেট
- ১ জিবি রেগুলার প্যাক + ১ জিবি 4G প্যাক
- ৫ দিনের মেয়াদ সহ
- কেবল ৪১ টাকা রিচার্জে যে কোন সময়ে
- 3 মাসের জন্য
রবি বিশেষ কল রেট অফার
⇒ ৪২ টাকা ও ৯৬ টাকা প্রথমবারের রিচার্জ গ্রাহকরা পাবেনঃ
- ৪৮ পয়সা / মিনিট কল রেট যে কোন নেটওয়ার্কে – 30 দিনের জন্য
- ডিফল্ট কল রেটঃ ফ্ল্যাট 23.33 পয়সা / 10 সেকেন্ড
- ৫0 পয়সা /মিনিট রবি নতুন সিমের কল রেইট, ৩ মাসের জন্য পেতে ২৯ টাকা রিচার্জ করুন
- দেশের যে কোন নেটওয়ার্কে রেট কাটারে ( ৫0 পয়সা /মিনিট ) দিনের যে কোন সময় কথা বলুন।
বিশেষ স্পেসাল বান্ডিলঃ
রবি নতুন সিম ৫৯ টাকা রিচার্জ অফার-
রিচার্জ |
৫৯ টাকা |
মিনিট সংখ্যা |
৯৫ |
মেয়াদ |
১০ দিন |
রবি নতুন সিম গ্রাহকরা ১২ জিবি ইন্টারনেট পাচ্ছেন ৯ টাকা রিচার্জে, সর্বোচ্চ ১২ বার পর্যন্ত ক্রয় করতে পারবেন।
সাথে পাচ্ছেন বিশেষ কল রেট অফার 30 দিনের জন্য।
রবি নতুন সিম ক্রয় পদ্দতিঃ
ক্রয়ের মাধ্যম :
- রবি ফ্লেক্সি লোড রিচার্জ ৯ টাকা
- রবি নতুন সিমে ৯ টাকায় ১ জিবি কোড অনেকেই খুজেন আসলে এই অফারের কোন কোড নাই।
- বৈধতা: ৭ দিন (প্রাপ্তির দিন সহ)
- ইন্টারনেট ব্যবহারের সময়: ২৪ ঘন্টা
- আপনার কত মাস বাকি আছে তা দেখতে : * 123 * 3 * 5 #
- মাসে একবার মাসে ১২ মাস পর্যন্ত ।
রবি নতুন সিম ব্যালেন্স ও অফার চেক কোডঃ
মূল অ্যাকাউন্টের ব্যালেন্স |
* 222 # |
বোনাস এসএমএস |
* 222 * 12 # |
ইন্টারনেট / বোনাস ইন্টারনেট |
* 123 * 3 * 5 # |
রবি নতুন সিম অফারের শর্ত সমুহঃ
- কোন অফার চলমান সময়ের মধ্যে একাধিক রিচার্জের কারণে, নতুন দীর্ঘ মেয়াদটি সক্রিয় করা হবে।
- ইন্টারনেট মান এগিয়ে নেওয়া হবে না।
- বৈধতা রিচার্জের দিন সহ বিবেচনা করা হবে
- 10% পরিপূরক শুল্ক (এসডি), এসডি সহ ট্যারিফের উপর 15% ভ্যাট এবং শুল্কের উপর 1% সারচার্জ প্রযোজ্য হবে।
- গতি ৩৬
অফার বিস্তারিত
- রবি থেকে অন্যান্য অপারেটরে: ২৪ পয়সা/১০ সেকেন্ড
- ৫০ পয়সা/SMS
- ১০ সেকেন্ড পালস্
বিস্তারিত দেখুন
যেকোনো লোকাল নম্বরে ২৪ পয়সা/১০ সেকেন্ড ফ্ল্যাট রেট। একদম সিম্পল।
ট্যারিফ প্ল্যান |
গতি ৩৬ |
আউটগোয়িং |
২৪ ঘন্টা |
রবি/এয়ারটেল |
২৪ পয়সা/১০ সেকেন্ড |
অন্যান্য |
২৪ পয়সা/১০ সেকেন্ড |
এস এম এস |
৫০ পয়সা/এস এম এস |
পাল্স |
১০ সেকেন্ড |
মাইগ্রেশন |
*৮৯৯৯*৩৬# নম্বরে ফ্রি ডায়াল করে এই প্যাকেজ পেতে পারেন |
সরল ৩৯
অফার বিস্তারিত
- রবি থেকে অন্য অপারেটরে: ২৪ পয়সা/১০ সেকেন্ড
- একটি প্রিয় নম্বরে ৯ পয়সা/১০ সেকেন্ড
- ১০ সেকেন্ড পালস্
বিস্তারিত দেখুন
মাত্র ৫০ পয়সা/মিনিট কথা বলুন একটি ‘প্রিয়’ রবি ও এয়ারটেল নম্বরে!
রবি নতুন সিমের অফার
ট্যারিফ প্লান |
সরল ৩৯ |
আউটগোয়িং |
২৪ ঘণ্টা |
রবি/এয়ারটেল |
২৪ পয়সা/১০ সেকেন্ড |
অন্যান্য |
২৪ পয়সা/১০ সেকেন্ড |
রবি/এয়ারটেল প্রিয় |
৯ পয়সা/১০ সেকেন্ড |
প্রিয় নম্বর |
১ |
পালস্ |
১০ সেকেন্ড |
মাইগ্রেশন |
*৮৯৯৯*৩৯# নম্বরে ফ্রি ডায়াল করে এই প্যাকেজ পেতে পারেন |
রবি নিয়ে এল সর্ব প্রথম ইসলামিক নতুন সিমের অফার আমরা এর বিস্তারিত জানবো।এই অফারের নাম হল নুর নতুন সিম অফার।
নূর নতুন সিম অফার
নতুন রবি সিমে প্রথমবার ৪২ টাকা ইজিলোড রিচার্জের পর ৯ টাকা ইজিলোড রিচার্জ করে আপনি ১ জিবি ইন্টারনেট কিনতে পারবেন।
৪২ টাকা রিচার্জ অফার
FTR গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবে।
- মেইন একাউন্ট -এ ৩৪ টাকা
- ২ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন
- যেকোনো নম্বরে ৮ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন
- যেকোনো নম্বরে ৪৮ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন
রবি ইন্টারনেট অফার এবং বান্ডিল সুবিধা
অফার |
|
ইন্টারনেট অফার |
১২ মাসে ১২ জিবি ( প্রতি মাসে সর্বোচ্চ একবার মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন) |
বেশি বেশি ইন্টারনেট |
৪১ টাকায় ১ জিবি রেগুলার + ১ জিবি 4G, মেয়াদ ৫ দিন। ৩ মাস যতবার খুশি অফার উপভোগ করা যাবে। |
বিশেষ কলরেট অফার |
প্রথমবার ৪২ টাকা রিচার্জে পাবেন যেকোনো নম্বরে ৪৮ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন |
বিশেষ কলরেট |
নিয়মিত ট্যারিফ রেট: ২৪ পয়সা/১০ সেকেন্ড ফ্ল্যাট রেট মাত্র ২৯ টাকায় ৫০ পয়সা/মিনিট রেট কাটার অফার, মেয়াদ ৩ মাস (যতবার খুশি) |
বিশেষ বান্ডেল |
মাত্র ৫৯-৯০ টাকায় যেকোনো নম্বরে মিনিট কিনুন, মেয়াদ ১০ দিন |
প্রথমবার ৪২ টাকা ইজিলোড রিচার্জের পর আপনি ১২ বার মাত্র ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট এবং ৩০ দিনের বিশেষ কলরেট অফারের উপযুক্ত হবেন।
- রিচার্জ মিডিয়াম: ইজি লোড রিচার্জ
- মেয়াদ: ৭ দিন
- ইন্টারনেট ব্যবহারের সময়সীমা: ২৪ ঘণ্টা
- জিজ্ঞাসা কোড: *১২৩*৩*৫#
- লিমিট: প্রতি মাসে ১ বার করে মোট ১২ মাস
- পুনরাবৃত্তি:
– প্যাক কেনা থেকে পরবর্তী ৩০ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট কেনা সীমাবদ্ধ।
– ৩০ দিনের সীমাবদ্ধ সময়ে যেকোনো ৯ টাকা রিচার্জ করলে সেটি স্বভাবিক অ্যাকাউন্ট ব্যালান্স রিচার্জ হিসেবে গণ্য হবে। - বিশেষ কল রেট: প্রথমবার ৪২ টাকা রিচার্জ করলে গ্রাহকেরা পরবর্তী ৩০ দিনের জন্য ৪৮ পয়সা/মিনিট কলরেট উপভোগ করতে পারবেন।
অ্যাক্টিভেশন বোনাস:
- মূল অ্যাকাউন্টে ৫ টাকা ব্যালান্স
– মেয়াদ: ১৫ দিন - ২০০০ টি ফ্রি এসএমএস (যেকোনো নম্বরে)
– বোনাস এসএমএস পাঠানোর সময়সীমা: ২৪ ঘণ্টা
– মেয়াদ: ৩০ দিন
– ৩০ দিনের মেয়াদ শেষে ৫০ পয়সা/এসএমএস
সাধারণ শর্তসমূহ:
- নতুন করে এই প্যাকেজে মাইগ্রেশন করলে অফার প্রযোজ্য নয়
- এই প্যাকেজ থেকে মাইগ্রেশন করা যাবে। মাইগ্রেশনের পরে নতুন প্যাকেজেও বিদ্যমান ডাটা প্যাক ( যদি থাকে) প্রযোজ্য।
- ব্যালান্স চেক করার কোডসমূহ
পার্টিকুলার |
কোড |
মূল অ্যাকাউন্ট ব্যালান্স |
*২২২# |
বোনাস এসএমএস |
*২২২*১২# |
ইন্টারনেট/ইন্টারনেট বোনাস |
*১২৩*৩*৫# |
- মেয়াদ চলাকালীন একাধিক রিচার্জের ক্ষেত্রে দীর্ঘতম মেয়াদ সক্রিয় থাকবে
- একটি হ্যান্ডসেট রিচার্জ-ভিত্তিক (৯ টাকায় ১ জিবি) ইন্টারনেট অফার মাত্র একবার পাওয়ার যোগ্য, একই হ্যান্ডসেটে একাধিক সিম সক্রিয় প্রাসঙ্গিক নয়।
- ইন্টারনেট বোনাস পরবর্তীতে ব্যবহার করা যাবে না।
- রিচার্জের দিনসহ মেয়াদ হিসাব করা হবে।
- ১৫% সম্পূরক শুল্ক (SD চার্জ), সম্পূরক শুল্ক সহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট ও মূল শুল্কের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
ইসলামিক আয়োজনে অ্যাক্সেস (ইসলামিক ভ্যাস সেবায় ছাড়)
নূর প্যাক ব্যবহারকারীরা বিভিন্ন ইসলামিক কন্টেন্ট এবং সেবা ছাড়ে উপভোগ করতে পারবেন।
নূর প্যাক অ্যাক্টিভেট করার পর ইসলামিক আয়োজনে অ্যাক্সেস করতে ডায়াল করুন *১২৩*৭৮৬#
- বিখ্যাত ইসলামি পণ্ডিতের ওয়াজ, হাদিস, দোয়া, ইসলামি গল্প এবং ইসলামি জিজ্ঞাসার সমাধান জানতে ডায়াল করুন *১২৩*৭৮৬*২*১# ৫ টাকায় ৭ দিন, নন-রিনিউয়াল
- ইসলামিক সিনেমা, ভিডিও এবং টেলিফিল্ম দেখতে ডায়াল করুন *১২৩*৭৮৬*৪*১# ৫ টাকায় ৭ দিন, নন-রিনিউয়াল
রবি নতুন সিমের অফার
রবির নতুন পোস্ট পেইড সংযোগ
রবি এইস্
আজই রবি এইস্ নতুন পোস্ট পেইড সংযোগ নিন আর উপভোগ করুন আকর্ষণীয় সব বান্ডেল অফার! সবচেয়ে কম কলরেট আর আকর্ষণীয় মাসিক কম্বো বান্ডেলের এক অনন্য পোস্টপেইড সমাধান রবি এইস্।নিকটস্থ রবি সেবা কেন্দ্র অথবা রিটেইল দোকান থেকে রবি এইস্ সংযোগ নিতে পারবেন। প্রতি মাসে ১০০ ফ্রি এস এম এস, এবং এস এম এস শেষ হলে ২৫ পয়সা/ এস এম এস চার্জ প্রযোজ্য। এছাড়াও রয়েছে আকর্ষণীয় বান্ডেল।
কেন রবি এইস্ ?
- সর্বনিম্ন কল রেট
- ৫৫ পয়সা/মিনিট
- কোন লাইন রেন্ট নেই
- একদম জিরো লাইন রেন্ট, বিনা শর্তে!
- ১ সেকেন্ড পাল্স
- যে কোন অপারেটরে ১ সেকেন্ড পাল্স!
- জামানত লাগে না
- কোনো নিরাপত্তা জামানত নেই
- ক্রেডিট ব্যালেন্স
- ২০০ টাকা ডিফল্ট ক্রেডিট
বিশেষ বান্ডেল
৯৬ টাকা প্রথম রিচার্জে উপভোগ করুন ১০০ মিনিট এবং ৩ জিবি ইন্টারনেট, মেয়াদ ১৫ দিন
বিশেষ অফার
১৯৮ টাকায় ১৭৫ মিনিট, ৪ জিবি + ১ জিবি 4G, ২০০ এসএমএস উপভোগ করুন ৩০ দিনের জন্য
অ্যাক্টিভেশন বোনাস
১ জিবি 4G, মেয়াদ ৩০ দিন (৬ মাসে ৬ বার)
রবি নতুন সিমের অফার
প্রয়োজনীয় তথ্য
- আপনি নিকটস্থ রবি সেবা কেন্দ্র অথবা রিটেইল দোকানে গিয়ে রবি এইস্ সাবস্ক্রাইবার হতে পারবেন।
- নতুন এইস্ সংযোগ মূল্য ২০০ টাকা।
- নিকটস্থ রবি সেবা কেন্দ্র থেকে আপনি আপনার ব্যবহার সীমার লিমিট ইচ্ছেমতন বাড়াতে পারবেন।
- ব্যবহার সীমা অতিক্রম করার আগ পর্যন্ত সকল সার্ভিস পাবেন, সীমা অতিক্রমের পর আউটগোয়িং কল বার্ড হবে কিন্তু ইনকামিং কল আসবে।
- বিল পে করার সাথে সাথে আবার সংযোগ আনবার্ড হবে।
- রবি সেবা কেন্দ্র/রিটেইল পয়েন্ট থেকে যেকোনো অ্যামাউন্টের বিল পে করা যাবে, বিল পে করার পর SMS নোটিফিকেশন পাবেন।
- অনলাইনে বিল পেমেন্ট এখন আরও সহজ:
– রবি ওয়েবসাইট: রবি ওয়েবসাইট ভিজিট করুন, হোম স্ক্রিনে আপনার নম্বর ও টাকার পরিমাণ উল্লেখ করুন। রিচার্জ বাটনে ক্লিক করুন।
– মাইরবি অ্যাপ: হোম স্কিনের “Pay Now” বাটনে ট্যাপ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
– মেসেঞ্জার অ্যাপ (Robi লিখে সার্চ দিন): “Bill Payment” লিখে মেসেজ করুন, এরপর স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করুন।
– MFS/ব্যাঙ্কিং অ্যাপ: এছাড়াও আপনি বিকাশ অ্যাপ/USSD, রকেট অ্যাপ, নেক্সাস পে, সিটিটাচ, এসসি অ্যাপের মাধ্যমে বিল পে করতে পারবেন। - ইন্টারনেট, ভয়েস এবং SMS বান্ডেলের যেকোনো টা অথবা কম্বো বান্ডেল পছন্দমত উপভোগ করতে পারবেন। রবি এইস্ বান্ডেল সম্পর্কে বিস্তারিত জানতে রবির নির্দিস্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারেন
- ইমেইল আইডির মাধ্যমে প্রতি মাসে ইনবক্সে বিল সম্পর্কে বিস্তারিত মেইল পাবেন।
- আপনার ক্রেডিট কার্ড অটো ডেবিট করলে মাসিক বিলে ৫% ছাড় পাবেন।
শর্তাবলী
- ট্যারিফ প্ল্যান এবং অন্যান্য চার্জ পরিবর্তন, পরিবর্ধন কিংবা বাতিল করার অধিকার রবি কর্তৃক সংরক্ষিত।
- ক্রেডিট লিমিট এবং সিকিউরিটি ডিপোজিটের উপর কানেক্টিভিটি নির্ভর করবে। লিমিট শেষ হয়ে গেলে কল বার হবে। রিচার্জ করার পর সংযোগ পুনরায় আনবার হবে।
- ট্যাক্স প্রযোজ্য, বেস ট্যারিফের উপর ১৫% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ প্রযোজ্য।
গুরুত্বপূর্ণ কোড
- বকেয়া বিল চেক: *১#
- বান্ডেল প্যাক চেক: *০#
- লোকাল মিনিট ব্যালেন্স চেক: *২২২*৮#
- ইন্টারনেট ব্যালেন্স চেক: *৩#
- ইন্টারনেট প্যাক ক্রয়: *৪#
- ক্রেডিট লিমিট চেক: *২২২*৬৬৬#
রবি নতুন সিমের অফার
এই ছিল রবি নতুন সিমের অফার নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
More Offer
3 thoughts on “রবি নতুন সিমের অফার”-
Pingback: রবি রিচার্জ অফার - Pinikpai.Com Robi Recharge Offer
-
Pingback: রবি ইন্টারনেট অফার - Pinikpai.Com রবি ইন্টারনেট অফার
-
Pingback: রবি বন্ধ সিম চালু করলেই ৯ টাকায় ১GB ইন্টারনেট